Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত গাড়ি ও চালকসহ ৪ জন আটক

babul khan
আপডেট : April 8, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ থানচি উপজেলায় গত ৩ এপ্রিল দিনদুপুরে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির সময় ব্যবহৃত একটি বোলেরো গাড়ি সহ গাড়ির ড্রাইভার মোহাম্মদ কফিল উদ্দিন সাগর(২৮) কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

৭ এপ্রিল (রবিবার) আইনশৃঙ্খলা বাহিনীর।অভিযানে গাড়িটিসহ তাকে আটক করে এবং একই দিনে রাত ১০ টায় রেইচা আর্মি  চেকপোস্ট এলাকা থেকে  হামলা ও ডাকাতির সাথে  জড়িত সন্দেহে  ৩ জনকে  আটক করে পুলিশ। আটককৃত’রা রোয়াংছড়ি উপজেলার রৌনিন পাড়ার, ভানুনুন নুয়াম বম,সে জিংচুন নুং বম এর ছেলে এবং অন্য দুজন জেমিনিউ বম,আমে লনচেও বম, সম্পর্কে ভাই বোন,থানচি উপজেলার সিমত্লাংপি পাড়ার লাল মুন চম বম এর সন্তান।

এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার সৌকত শাহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত গাড়ির ড্রাইভার ও তিনজন কেএনএফ সদস্য আটকের বিষয়ে নিশ্চিত করেন এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন সহ চলমান অভিযান অব্যাহত আছে বলে জানান।

এদিকে রুমা ও থানচি উপজেলায় চলমান পরিস্থিতি ঝুঁকিপূর্ণ এলাাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর  ব্যবহারে বিশেষ সাঁজোয়া যান এপিসি আনা হয়েছে।