Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান কেএনএফ প্রধান সমন্বয়কারীকে আটক করেছে র‍্যাব-১৫

আরাফাত খাঁন
আপডেট : April 7, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ কেএনএফ প্রধান সমন্বয়কারী চেওসিম বম(৫৫) কে আটক করেছে র‍্যাব।গ্রেপ্তারকৃত সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শ্যারণ পাড়ার মৃত বোয়াল খুব বমের ছেলে।

আজ রবিবার(৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে ৱ্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার লে.কর্ণেল এইচএম সাজ্জাদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন আরো বলেন, প্রথম কেএনএফ সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠাতাকালীন সদস্য এবং কেএনএফের প্রধান নাথান বমের সাথে আত্মীয়তা সম্পর্ক আছে। সে সংগঠনে অর্থ সংগ্রাহক এবং জামাতুল আনসার ফিল ইন্দাল শারক্কিয়ার জঙ্গি নেতা শামীম মাহফুজ এবং কুকি-চিন সন্ত্রাসী সংগঠনের প্রধান নাথান লনচেও বমের সাথে অর্থে বিনিময়ে অস্ত্র প্রশিক্ষণের চুক্তি মুল সমন্বয় কারী । সে চুক্তি সম্পাদনা শ্যারণ পাড়ায় এই চেওসিম বমের বাড়িতে করেছিল বলে গোয়েন্দা সংস্থাদের গোপন তথ্যের বরাতে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলন আরো বলেন, যৌথ বাহিনীর চলমান অভিযানের মধ্যে গতকাল রাতে একজন কুকি-চিন সন্ত্রাসীর অন্যতম সংগঠক এবং নেতৃস্থানীয় নেতা জিওসিন বম (৫৫) নামে একজন কুকি-চিন সন্ত্রাসী সংগঠনের শীর্ষস্থানীয় নেতা বান্দরবান-চিম্বুক রোডে সুয়ালক ইউপির ৬নং ওয়ার্ডের শ্যারণ পাড়ার তার বাসার ভেতরে অবস্থান করছেন এমন তথ্য পায় যৌথবাহিনি।

পরে র‍্যাব ও যৌথবাহিনি অভিযান পরিচালনা করতে গ্রামটি ঘিরে ফেলে। আধা-ঘন্টা অপেক্ষার পর নিশ্চিত হয়ে বাড়ীতে অভিযান পরিচালনা করে একটি লোহার আলমারির ভেতর থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের সময় -আলমারিটি বাহির থেকে তালা বদ্ধ অবস্থায় ছিলো। যৌথবাহিনীর অভিযানে টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে বাহির থেকে তালা লাগিয়ে লুকিয়ে রাখেছে বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারের পর বাড়ীতে তল্লাশি চালিয়ে বাড়ী থেকে দুটি এয়ার গান উদ্ধার করে।