নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী,আগামী ১১ মে অনুষ্ঠিত হবে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে আওয়ামীলীগ,বিএনপি-জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারাও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সম্ভাব্য প্রার্থী হিসেবে অনেকেই মাঠপর্যায়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে মাঠে ময়দানে বেড়িয়ে পড়ছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার সম্ভাব্য ভাইস- চেয়ারম্যান প্রার্থী,ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর। ইতিমধ্যে তিনি ভোটারদের সমর্থন আদায়ে নির্বাচনীয় মাঠে ব্যস্ত সময় পার করছে।
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যারা প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করছেন তাদের মধ্যে,সবচেয়ে বেশি আলোচনায় ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বসর মাঠ পর্যায়ের অনেকটা শক্তিশালী এই প্রার্থী।
প্রার্থীর সমর্থকরা ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীর সামজিক কর্মকাণ্ড তুলে ধরে ভোটারদের সাথে কুশল বিনিময় মাধ্যমে প্রার্থী হওয়ার কথা জানিয়ে দোয়া চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভোটারদের কাছে তাদের প্রশংসা করে পরিচয় তুলে ধরার চেষ্টা করছেন প্রার্থীসহ সমর্থকরা।
এখন থেকেই উপজেলার সবকটি ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে ভোটারদের মতামত জানতে চাইলে তারা বলছেন নির্বাচন এলেই কেবল নেতাদের পা-পড়ে প্রত্যন্ত অঞ্চলের জনপদে, যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই প্রার্থী এবং তাদের সমর্থকদের আনাগোনা বাড়ে।তবে এবারের নির্বাচন হবে প্রার্থীদের জনপ্রীয়তা যাচাইয়ের নির্বাচন।কারণ দলীয় প্রতীক বিহীন,যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার ব্যাপারে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।তবে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কয়জন প্রার্থী থাকে সেটা দেখে সিদ্ধান্ত নিবেন বলে জানান ভোটাররা।
ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বসর বলেন,আমি বিগত দিনে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণে সাধ্যমত চেষ্টা করেছি।সমাজিক এবং মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করে সুখে-দুঃখে মানুষের পাশে রয়েছি। আমার রাজনীতি মানুষের জন্য, নির্বাচিত হতে পারলে জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করবো।জাতিধর্ম নির্বিশেষে জনগনের সেবা করে পাশে আছি আমাকে ভাইস চেয়ারম্যান পদে একবার সুযোগ দিলে গোটা উপজেলাবাসীর সেবা করার সুযোগ আরো প্রসারিত হবে। দলীয় সমর্থন পাওয়ার জন্য চেষ্টা করছি।তবে দল তাকে প্রার্থী করলে অবশ্যই নির্বাচন করবেন বলে জানান এই নেতা।