নিজস্ব প্রতিবেদকঃবান্দরবান এই প্রথম সেনাবাহিনীর আয়োজনে সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
শনিবার(২৪ ফেব্রুয়ারী)বান্দরবান সেনা রিজিয়নের আয়োজিত টুর্নামেন্ট জোনের সার্বিক তত্ত্বাবধায়নে সেনা জোনের মাঠে এই রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্যাপ্টেন মিজবাউল ইসলাম ফুয়াদ এর সঞ্চালনায়
টুর্নামেন্টের ম্যাচের সমাপনী খেলায়,জেলা প্রাথমিকশিক্ষা বিভাগ দলকে ৫রানে পরাজিত করে বিজয়ী হোন বান্দরবান জেলা পুলিশ দল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুস্থ শরীর এবং ছেলে-মেয়েদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ছাড়া কোন বিকল্প নাই। রিজিয়নের এমন উদ্যেগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদের ক্রীড়ায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন,রিজিয়ন কমান্ডার,৬৯ পদাতিক ব্রিগেড,ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ,এসজিপি,এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি,জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন,জোন কমান্ডার লে:কর্নেল এএসএম মাহমুদুল হাসান,পিএসসি,ডিজিএফআই,কর্নেল মোহাম্মদ আসাদুল্যাহ জামশেদ,পিপিএম,এএফডব্লিউসি, পিএসসি,এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার,উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আবু বীন মো.ইয়াছিরআরাফাতসহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিজিয়ন প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন হন জেলা পুলিশ দল। খেলায় ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট প্রাথমিক শিক্ষা বিভাগের তাঞ্জিল হোসেন ও জেলা পুলিশের দলের ম্যান অফ দ্যা ম্যাচ হিসেবে আলী হাসান নির্বাচিত হন। চ্যাম্পিয়নদের হাতে পুরষ্কার ও নগদ অর্থ ২৫ হাজার টাকা তুলে দেন অতিথিরা।
রিজিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্ট এ সর্বমোট ১২টি দলের অংশগ্রহণ করেন।বান্দরবান সেনা রিজিয়ন দল,সেনা জোন দল, জেলা প্রশাসন দল,পানি উন্নয়ন বোর্ড দল, এলজিইডি বান্দরবান দল,জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ দল, বিচার বিভাগ দল,বান্দরবান স্বাস্থ্য বিভাগ দল, বান্দরবান জেলা পরিষদ দল,বান্দরবান জেলা পুলিশ দল,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড দল ও বান্দরবান পৌরসভা দল।