সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
রুমায় দোকানে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক টাকা বান্দরবানের পার্শ্ববর্তী জেলা কক্সবাজারের রামুতে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু বান্দরবান ত্রিবেণী লেডিস ক্লাব কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ঘুমধুমে সীমান্ত সড়ক ও স্থল বন্দর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা বান্দরবানে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, বেশকয়েকজন আহত। অবশেষে নীলাচল পর্যটন কেন্দ্রে যাওয়ার পথের টোল পয়েন্ট বন্ধের নির্দেশ ভারত থেকে শেখ হাসিনার অবিরাম বিবৃতির কারণেই ভাঙচুর: পররাষ্ট্র উপদেষ্টা বান্দরবানে অবৈধ ইটভাটায় প্রশাসনের অভিযান মালিককে ৩ লাখ টাকা জরিমানা নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে ও টেকনাফে বিজিবির পৃথক অভিযান দেড় লাখ ইয়াবা জব্দ বান্দরবানে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবান ২৫ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু পরীক্ষার্থী ৬২৫১

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৫৬ জন নিউজটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃবান্দরবানে সারাদেশে সাথে একযুগে এসএসসি সমমান পরীক্ষা আজ থেকে শুরু।সকাল ১০ টায় থেকে পরীক্ষা শুরু হয়েছে ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকরা অনেকটা আগেই পরীক্ষা কেন্দ্রের সামনে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা সদরের বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের জন্য জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্র পরিদর্শন করছেন।

এদিকে সকাল ১০.৩০ টায় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,বান্দরবান সিনিয়র আলিম মাদ্রাসা স পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় তিনি বলেন আমাদের সার্বিক প্রস্তুতি নেয়া আছে,প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিব এবং শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের সমন্বয়ে কুইক রেন্সপন্স টিম গঠন করা হয়েছে যাতে পরিক্ষা কেন্দ্রে যেতে শিক্ষার্থীদের অসুবিধা না হয় সে জন্য এই টিম পরিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্রে পৌছে দিবে।

তিনি আরো বলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি নিরাপত্তা জনিত কারনে স্থানান্তর করা হয়েছে।তবে মোট পরিক্ষার্থীদের মধ্যে তিন জন পরিক্ষায় অংশগ্রহণ করনি।তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে,প্রাথমিক ভাবে জানাযায় তারা পরিক্ষা দিতে আগ্রহী না।তবে সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো।

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে,বিজিবি,বাংলাদেশ পুলিশ সহ প্রশাসনের সাথে সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি বদ্ধ এবং একসাথে কাজ করবো।

জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলা সদর সহ ৬ টি উপজেলায় মোট ২৫ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৬২৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ।এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৫২২৫ জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৪৩০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৫৯৬ জন।

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ১৩ তারিখে ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!