Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

লামায় অবৈধভাবে পাহাড় কাটার সময় স্কেভেটর ও ডাম্পার জব্দ

Babul Khan
আপডেট : January 20, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান লামা উপজেলার আজিজ নগরে পাহাড় কাটার সময় স্কেভেটর ও ডাম্পার জব্দ করেছে আজিজ নগর পুলিশ ফাঁড়ি’

শনিবার (২০ জানুয়ারি) রাত ১২টা ১৮ মিনিটে লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকায় বাজাজ চৌধুরী নামের এক ব্যক্তির বাড়ির পিছনে এ অভিযান চালিয়ে ১টি এস্কেভেটর ও ১টি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ এর নির্দেশে আজিজনগর পুলিশ ফাঁড়ির একটি টিম ১টি ডামপার গাড়ি ও ১টি এস্কেভেটর জব্দ করেন। এসময় যারা পাহাড় কাটছে তারা পালিয়ে যায়। এসময় তিনি পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।

সরজমিনে গিয়ে দেখা যায়, একটি পাহাড়ের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। ঐ পাহাড়ের গাছপালা কেটে বাইরে বিক্রি করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, রাত দশটা থেকে শুরু করেছে পাহাড় কাটা। অতিরিক্ত শব্দের কারণে আমরা কেউ ঘুমাতেও পারছি। এভাবে যদি রাতের আঁধারে পাহাড় কাটা চলতে থাকে। তাহলে পরিবেশ অচিরেই ধ্বংস হয়ে যাবে। আমরা আশা করব এসব পাহাড় খেকোদের বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

এবিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ জানান, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আজিজ নগর পুলিশ ফাঁড়ির একটি টিম পাঠিয়ে পাহাড় কাটায় ব্যবহৃত এস্কেভেটর ও ডাম্পার গাড়ি জব্দ করে আজিজ নগর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।