পাহাড় কন্ঠ ডেক্স>>>>
বান্দরবান সদর থানা অভিযান চালিয়ে ১ বছরের সাজা প্রাপ্ত আসামীসহ ৩জন গ্রেফতার করেছে পুলিশ।
১৯ মে বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে এই সকল পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন-১ বছরের সাজাপ্রাপ্ত আসামী,শিপন বড়ুয়া,পিতা: মৃত সুভাষ বড়ুয়া,মধ্যমপড়া,নুরুল আমিন পিতা :সুলতান আহাম্মদ,চেয়ারম্যান পাড়া, আবু মে মার্মা(হ্যাপি)(ভূমি মার্মা)পিতাঃ বাচিং মার্মা(কালা মং) মধ্যমপাড়া বান্দরবান সদর।
বান্দরবান সদর থানার পুলিশের এ এসআই জমির জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত ওসি) মির্জা জহির উদ্দীনের দিকনির্দেশনায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে যথাযথ নিয়মে সোপর্দ করা হবে।