পেকুয়া প্রতিনিধিঃপেকুয়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় পেকুয়া বাজারে অভিজাত গ্রীণ বার্ড রেস্তোরায় দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই সময়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করা হয়েছে। এ সময় যুবলীগের বিপুল নেতা-কর্মী অংশ নিয়েছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ পেকুয়ার সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ বারেক, সহসভাপতি শফিউল আলম মেম্বার, জিয়াবুল হক জিকু, মোহাম্মদ হোছাইন, যুগ্ম সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ হাসেম, ফরহাদুজ্জামান চৌং, সহ-সম্পাদক জাফর আলম, তারেকুল ইসলাম, সদস্য আবদুল করিম, হোসাইন মোহাম্মদ বাদশাহ, যুবলীগ সদরের সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম মেম্বার, অর্থ সম্পাদক কফিল উদ্দিন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আজম, যুবলীগ নেতা হারুনুর রশিদ, জয়নাল আবেদীন, মীর্জা বাহাদুর, কৃষকলীগ বারবাকিয়ার সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, ছাত্রলীগ নেতা ফারুক আজাদ প্রমুখ।