বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন
প্রধান সংবাদ :
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা -থানচি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার বাহিনীর সাথে গোলাগুলিতে কেএনএফ দুই সদস্য নিহত থানচিতে কেএনএফ সতর্কতায় বিজিবি’র গণসংযোগ বান্দরবান ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফের আরও ৫ জন রিমান্ডে নাজুক পরিস্থিতিতে ভুগছে থানচির পর্যটন কেন্দ্র গুলো বান্দরবান থানচি ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফ সদস্য ও সহযোগী রিমান্ডে  নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক দুর্গম ধুপানিছড়া যৌথ বাহিনী অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৯জন আটক বান্দরবান কেএনএফের আরও ৪ সদস্য কারাগারে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন

সকল বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে  কাজ করতে হবে- এমপি জাফর আলম  

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
  • ২৮৯ জন নিউজটি পড়েছেন

কক্সবাজার :চকরিয়া উপজেলার,লক্ষ্যারচর ইউনিয়নে,বর্ণাঢ্য আয়োজন আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন -২০১৯  সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট স্টেশন চত্বরে এই সম্মেলন অনুষ্টিত। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সভাপতি রেজাউল করিম সেলিম চেয়ার প্রতীকে ১২২ ভোট পেয়ে পুনরায় সভাপতি ও ফুটবল প্রতীকে ৮৬ ভোট পেয়ে বর্তমান সাধারণ সম্পাদক খ.ম বুলেট আবার সাধারণ সম্পাদক নিবার্চিত হয়েছেন।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, রেজাউল করিম সেলিমের- সভাপতিত্বে   সম্মেলনের  প্রথম অধিবেশন শুরু হয়।

ত্রি-বাষিক এই সম্মেলনে প্রধান অতিথি  ছিলেন, চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের গণ মানুষের নেতা  সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ.ম বুলেট এর সঞ্চালনায়

সম্মেলনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন -কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশব বিষয়ক  সম্পাদক এবং জেলা পরিষদ সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  গিয়াসউদ্দিন চৌধুরী চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, আবু মুছা, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান শওকত ওসমান, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, প্রচার সম্পাদক আবু মুছা, উপজেলা আওয়ামীলীগের সদস্য রোস্তম শাহরিয়ার, আমিনুল করিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আবছার সওদাগর, আবছার উদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাইছার উদ্দিন কছির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিক হোসেন সাজিব, আমির হোসেন আমু, কাকারা ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান শওকত ওসমান প্রমুখ। এছাড়া সম্মেলনে ইউনিয়ন ও সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদক সকলস্তরের নেতাকর্মী এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে,চকরিয়া  উপজেলা  আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এমপি বলেন, সম্মেলনের মাধ্যমে চকরিয়া-পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিটি ইউনিটকে ঢেলে সাজানো হবে। নতুন কমিটি নেতা নিবার্চনের ক্ষেত্রে দলের জন্য নিবেদিত ও ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মুল্যায়ন করতে হবে। অপকর্মে জড়িত থাকা কেউ কমিটিতে স্থান পাবে না কোন অনুপ্রবেশকারীকে আওয়ামীলীগের পদায়ন করা হবেনা।

তিনি আরো বলেন, দলত্যাগী ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন এমন নেতাদের নাম তালিকা থেকে বাদ যাবে। তবে গ্রহণযোগ্য ও ত্যাগী নেতাদের খুজে খুজে পদায়ন এবং কাউন্সিলার করতে হবে। উপজেলা আওয়ামীলীগের অধিনে সকল ইউনিয়ন শাখার সম্মেলন যথা সময়ে সম্পন্ন করতে হবে। এই জন্য প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের  দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। আশাকরি দলের ঐক্যের প্রয়োজনে, সকল  ভেদাভেদ ও বিভেদ ভুলে  আওয়ামীলীগের সকলস্তরের নেতাকর্মীদের এক কাতারে এসে কাজ করতে হবে।  এটি সভানেত্রী শেখ হাসিনার নির্দেশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:৩১ অপরাহ্ণ
  • ১৯:৫০ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!