নিজস্ব প্রতিবেদকঃবান্দরবান নাইক্ষ্যংছড়ি থানাধীন ৫নং সোনাইছড়ি ইউনিয়ন থেকে ৩ হাজার ৫৫০ ইয়াবাসহ জামাল মোল্লা নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১১ জুন) রাত সাড়ে ১১টায সময় নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মির্জা জহির উদ্দিন, এসআই মুফিজুদ্দিন আহাম্মদ, এএসআই মনির হোসেনসহ সঙ্গীয় টীম মাদক বিরুধী অভিযান চালিয়ে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৫নং সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড রেজু হেডম্যান পাড়া এলাকা থেকে ৩৫৫০ পিচ ইয়াবাসহ জামাল মোল্লা(৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ১০ লক্ষ ৬৫ হাজার টাকা ।
আটককৃত ব্যক্তি- পাবনা জেলার সুজানগর থানার সাতবাড়িয়া ইউপির নিশ্চিত পুর গ্রামের হাবিবুর রহমান মোল্লার ছেলে জামাল মোল্লা (৩৭)বলে জানা গেছে।
এবিষয়ে সংশ্লিষ্ট ধারায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে বলে ওসি মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করেন। সংবাদ প্রেরক জাহাঙ্গীর অালম কাজল নাইক্ষ্যংছড়ি।