নিজস্ব প্রতিবেদন :বান্দরবান লামায় ১৪ বছরের এক কিশোর ট্রাক্টর চালক,নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে মৃত্যু হয়েছে।
রবিবার(১৮ এপ্রিল)সকাল সাড়ে ৯টায় রূপসীপাড়া ইউনিয়নের ছামাইছড়িতে বালুবাহী ট্রাক্টর উল্টে এই ঘটনা ঘটে।
জানা যায়,এলজিইডি লামার বাস্তবায়নে শিলেরতুয়া হতে রূপসীপাড়া ইউনিয়নের চলমান রাস্তার কাজের বালু নিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানান,লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া হতে রূপসীপাড়া সড়কের ছামাইছড়িতে বালুর ট্রাক্টর উল্টে গুরুতর আহত কিশোর চালক মো. শাহাজান (১৪) মারা গেছে।
আহত হওয়ার পরপর আজ রবিবার সকাল সাড়ে ১০টায় তাকে লামা হাসপাতালে আনলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তারের ভাষ্য মতে ছেলেটির বুকের উপর দিয়ে ট্রাক্টরের চাকা গেছে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। নিহত মোঃ শাহাজানকে নিয়ে আসা সকলে পালিয়েছে।
নিহত মো.শাহাজান(১৪)চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহমুরাবাদ এলাকার মোঃ মনছুর এর ছেলে। এদিকে মৃত্যুর বিষয়টি জানতে পেরে তাকে নিহত চালকের সাথে আসা সবাই পালিয়ে যায়। লাশ নেয়ার মত কেউ ছিলনা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান (মিজান) বলেন, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।