বান্দরবান পার্বত্য জেলা নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি থানচি উপজেলা সার্বিক উন্নয়ন কর্মকান্ড ও আইন শৃঙ্খলা বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারী দপ্তরে কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
বুধবার(২০ জানুয়ারী) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়নতনে, উপজেলা প্রশাসন আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি ইতিমধ্যে জেলায় সাংবাদিকদের সাথেও মতবিনিময় করেন।
সভায় নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট ইয়াছমিন পারভীন তিবরীজি এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ারসহ সরকারী দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, উপজেরা ভাইস-চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ, উপজেলা নিবার্হী অফিসার আতাউল গনী ওসমানী, থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ও থানচি প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপমসহ সরকারী দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের মাঝে বক্তব্য রাখেন।
পরিশেষে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বলেন, বাংলাদেশের ৬৪টি জেলায় বান্দরবান পার্বত্য জেলা হচ্ছে সবচেয়ে শান্তিপূর্ন জেলা। বান্দরবানের সবচেয়ে শান্তিপূর্নউপজেলা হচ্ছে থানচি উপজেলা। ৭টি উপজেলার মধ্যে আগামীতে থানচিই হবে একমাত্র মডেল উপজেলা।
জেলাটি পর্যটনের জন্য গুরুত্বর্পূন স্থান হলেও থানচি হচ্ছে সবচেয়ে পর্যটকের আকর্ষণীয় ও পছন্দনীয় উপজেলা। যার জন্য সম্ভাবনাময় এই উপজেলাকে মডেল উপজেলা হিসাবে পরিনত করতে প্রশাসনের উপর স্থানীয় জনগণকে সার্বিক সহযোগিতা দিতে হবে। সম্ভাবনা, সমস্যা ও চাহিদা মোতাবেক আপনাদেরকে সহযোগিতা দিতে জেলা প্রশাসক কার্যালয়ের দরজা দিন-রাত খোলা থাকবে।