Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নির্ভয়ে ভোট দিতে ভোটারদের পাশে থাকবে পুলিশ:–পুলিশ সুপার, বান্দরবান

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : January 18, 2026
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেছেন, নির্ভয়ে ভোট দিতে ভোটারদের পাশে থাকবে পুলিশ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

রবিবার (১৮ জানুয়ারি) নাইক্ষ্যংছড়িতে থানা পুলিশের কর্মকর্তা, সদস্যসহ সংশ্লিষ্টদের উদ্দেশ্যে একগুচ্ছ নির্বাচনী নির্দেশনা প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. আবদুল বাতেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার বলেন, সরকার আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। এ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ ও অবাধ। অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া যাবে না।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লামা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সরদার।

পুলিশ সুপার সকালে নাইক্ষ্যংছড়িতে পৌঁছালে থানার অফিসার ইনচার্জ আবদুল বাতেন মৃধার নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি থানার একটি সশস্ত্র দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

থানা সূত্রে জানা যায়, অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার নাইক্ষ্যংছড়ি থানা ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তিনি থানা ভবনের বিভিন্ন সেরেস্তা, অফিস, ব্যারাকসহ আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি নাইক্ষ্যংছড়ি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স, পাশাপাশি ডিএসবি ও নাইক্ষ্যংছড়ি জোনে দায়িত্ব পালনরত সদস্যদের উদ্দেশ্যে বিভাগীয় উপদেশ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দেন তিনি।