বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বান্দরবান পুলিশ সুপার কার্যালয় ফেরাও করে আল্টিমেটাম দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদের বিক্ষুব্ধ ছাত্র- জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে আওয়ামীলীগনেতাার্মীদের গ্রেফতারে ২৪ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়।
এসময় ইনকিলাব জিন্দাবাদ লীগ ধর- জবাই কর,লীগ ধর -জেলে ভর!, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাইসহ বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সভাপতি ছাত্র নেতা আসিফ ইকবাল বলেন, গত কাল রাতে পুলিশ সুপার বলে ছিলেন, ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বীর বাহাদুরকে গ্রেপ্তার করবেন এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এখনও পর্যন্ত তা না করায় এই ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন এনসিপি জেলা কমিটির সিনিয়র সদস্যসচিব লুক চাকমা, ছাত্রনেতা মিছবাহ উদ্দিন।
বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান সাংবাদিকদের বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে ডেভিল হান্ট নামে একটি অপারেশন চলমান আছে।গতকাল উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। এই অপরেশনকে আরও বেগবান করা হবে এবং যত দ্রুত সম্ভব এসব অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার টিকে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয় এক দল বিক্ষুব্ধ ছাত্র-জানতা।পরে বিক্ষোভ মিছিল সহকারে স্থানীয় রাজার মাঠ এলাকায় অবস্থান নেয় তারা। সেখানে বিক্ষোভ প্রদর্শনের এক পর্যায়ে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈ শিং এর বাসায় অগ্নি সংযোগ করে। পরে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন→বান্দরবানে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদানের চেষ্টা


