Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে একতা ফাউন্ডেশনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনাল সম্পন্ন

আরাফাত খাঁন
আপডেট : December 18, 2025
Link Copied!

বান্দরবান জেলা সদরের কালাঘাটায় একতা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কালাঘাটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ চলছে উৎসবমুখর পরিবেশে। ঐতিহ্যবাহী কালাঘাটা ব্রিকফিল্ড মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠ ছিল সরগরম।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

 

এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও ক্রীড়া উন্নয়ন ফোরামের সদস্য সচিব সাংবাদিক লুৎফুর রহমান (উজ্জ্বল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক কৌশিক দাশ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিজয় টিভি ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়া বান্দরবান জেলা প্রতিনিধি রিমন পালিত প্রমুখ।

এসময় প্রধান অতিথি’র বক্তব্য লুৎফর রহমান উজ্জ্বল বলেন, “খেলাধুলার উন্নয়নের জন্য আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। বান্দরবান থেকে ভালো খেলোয়াড় গড়ে তুলতে হলে নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের নিজ দায়িত্বে আন্তরিকভাবে অনুশীলন করতে হবে। তবেই তারা জাতীয় পর্যায়ে জায়গা করে নিতে পারবে।”

তিনি আরও বলেন, “আজ থেকে একতা ফাউন্ডেশনের সব ক্রীড়া কার্যক্রমে আমি সম্পৃক্ত থাকব এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি কৌশিক দাশ বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ানো দরকার। আগের তুলনায় এখন স্থানীয় পর্যায়ে টুর্নামেন্ট কমে গেছে। খেলাধুলা থাকলে শরীর সুস্থ থাকে এবং তরুণ সমাজ থাকে ইতিবাচক ধারায়। তাই এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা উচিত।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতার পাশাপাশি আমি নিজেও একজন ক্রীড়াপ্রেমী মানুষ।ক্রীড়ার উন্নয়নে একতা ফাউন্ডেশনের পাশে থাকব।”

উক্ত সেমিফাইনালে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী, সভাপতি,কালাঘাটা মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৫।

এসময় ক্রীড়াঙ্গনের প্রতি উৎসাহ ও সমর্থনের অংশ হিসেবে বান্দরবানের সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চেয়ারম্যান কালাঘাটা একতা ফাউন্ডেশন অতিথিদের মাধ্যমে দুটি ফুটবল উপহার দেন। তাঁর এ সহায়তাকে আয়োজক ও খেলোয়াড়রা সাধুবাদ জানান।

 টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় কালাঘাটা বাজার একাদশের মুখোমুখি হয় কালাঘাটা বিগ বস একাদশ। নির্ধারিত সময়ের খেলায় উভয় দল ১-১ গোলে সমতায় থাকে। পরে টাইব্রেকারে কালাঘাটা বাজার একাদশ ২-০ গোলে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করে। খেলায় দুর্দান্ত পারফরম্যান্সের জন্য কালাঘাটা বাজার একাদশের মোহাম্মদ সাকিবকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, একতা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মিনিবার ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন এলাকার শক্তিশালী দল অংশগ্রহণ করছে।স্থানীয় পর্যায়ে খেলাধুলা ও যুবসমাজকে ক্রীড়ামুখী করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

আরো পড়ুন→বান্দরবানে আদিবাসী খাদ্য সার্বভৌমত্ব ও জনস্বাস্থ্য নিয়ে সংলাপ