নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় একটি মর্টারশেল নিক্ষেপের শব্দ শোনা গেছে। বুধবার (১৭ ডিসেম্ব দুপুর আনুমানিক ১টা দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ নিকুছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্র জানায়, নিকুছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা বিপি-৪২ ও বিপি-৪৩ এর মধ্যবর্তী স্থানে সীমান্ত থেকে আনুমানিক দুই হাজার গজ ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মী কর্তৃক দখলকৃত অংজাই ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি মর্টারশেল ফায়ারের শব্দ শোনা যায়।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ ও যাচাই কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিজিবি আরও জানায়, ধারণা করা হচ্ছে আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণাধীন ক্যাম্পসমূহের আশপাশে প্রতিদ্বন্দ্বী সংগঠন আরএসও এর অবস্থান বা চলাচল সম্পর্কে সন্দেহ থেকে এবং সীমান্ত এলাকায় নিজেদের আধিপত্য বজায় রাখতে এ ধরনের ফায়ার কার্যক্রম পরিচালনা করে থাকতে পারে।
এবিষয়ে তুমব্র এলাকার বাসিন্দা আবদুল মান্নান, ছৈয়দ আলম,কাজল জানান মর্টারশেল শব্দে আতংকিত হয়ে যায় এলাকাবাসী তবে সীমান্ত এলাকায় বিজিবির টহল যোগদার করা হয়েছে এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরো পড়ুন→বান্দরবানে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ


