Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে মনোনয়ন সংগ্রহ

আরাফাত খাঁন
আপডেট : December 17, 2025
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বান্দরবান-৩০০ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে চলমান জল্পনা-কল্পনার অনেকটাই অবসান ঘটেছে। একই সঙ্গে বিএনপির প্রার্থীতা প্রত্যাহারকে কেন্দ্র করে যে বিক্ষোভ ও আলোচনা চলছিল, তাও এখন অনেকটাই স্তিমিত হয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ ডিসেম্বর) বান্দরবান-৩০০ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রশিদ আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় মজিবুর রশিদের সঙ্গে জেলা বিএনপির আরও কয়েকজন নেতৃবৃন্দ বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু তালেবের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম গ্রহণ করেন।

দলীয় নেতাকর্মীরা জানান, মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি বান্দরবান-৩০০ আসনে সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা আরও জোরদার করা হবে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ আসনে ধানের শীষের প্রার্থীর জয় সুনিশ্চিত এবং সেই লক্ষ্যেই বান্দরবান জেলা বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

এদিকে মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে বান্দরবান জেলা সদরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীরা লেখালেখির মাধ্যমে জানাচ্ছেন, বান্দরবান জেলা বিএনপি সাচিং প্রু জেরীকে নির্বাচনে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ও প্রতিশ্রুতিবদ্ধ।

আরো পড়ুন→পিসিসিপি বান্দরবান জেলা শাখার উদ্যেগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন