Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পিসিসিপি বান্দরবান জেলা শাখার উদ্যেগে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন

মোঃ আব্দুল্লাহ
আপডেট : December 17, 2025
Link Copied!

মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সুবিধাবঞ্চিত ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে পিসিসিপি বান্দরবান জেলা শাখা। দিবসটির তাৎপর্যকে সামনে রেখে আয়োজিত এই মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, বইসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

পিসিসিপি বান্দরবান জেলা শাখার দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, জেলা সিনিয়র সহ সভাপতি জমির উদ্দীন, সহ সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক ( ভা.প্রা) তানভীর হোসেন ইমন, রেইচা ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম সহ প্রমুখ।

পিসিসিপি বান্দরবান জেলা শাখার নেতৃবৃন্দ বলেন,

পার্বত্য চট্টগ্রামে এখনো সত্যিকারের বিজয় অর্জিত হয় নাই, পদে পদে বঞ্চিত হতে হচ্ছে বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে, অবিলম্বে এই বৈষম্য দূরীকরণ করতে হবে।

স্বাধীনতার চেতনাকে ধরে পিসিসিপি শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে । সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানায়।

উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে পিসিসিপি বান্দরবান জেলা শাখা নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

আরো পড়ুন→মহান বিজয় দিবসে বিজিবির শীতবস্ত্র ও খেলাধুলার সামগ্রী বিতরণ