বান্দরবানে বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারি ২৬টি পরিবারের সদস্যদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
আজ বুধবার (২৬ নভেম্বর) বান্দরবান সেনা জোনের উদ্যোগে সেনা জোন প্রাঙ্গনে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি। এসময় বম সম্প্রদায়ের প্রত্যাবর্তনকারি ২৬টি পরিবারের সদস্যদের মাঝে সদস্যকে চাল,ডাল,লবন,তেল,আলু ও পেয়াজসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। বম সম্প্রদায়ের সদস্যরা মানবিক সহায়তা প্রদানের এমন উদ্যোগ কে স্বাগত জানান।
এসময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ূন রশীদ, পিএসসি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পার্বত্য এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।পাশাপাশি শান্তি,সম্প্রীতি এবং বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সেনাবাহিনী কার্যকর ভূমিকা পালন করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে সকল বম জনগোষ্ঠীকে সার্বিক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করে তিনি যেকোনও প্রয়োজনে বান্দরবান জোন এ যোগাযোগ করার আহবানও জানান।
এসময় জোন কমান্ডার প্রত্যাগত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং খোঁজখবর নেন। আইনি সহায়তাসহ যেকোনও প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় জানান।
মানবিক সহায়তা প্রদানকালে সদর জোনের জোনাল স্টাফ অফিসার মেজর এএসএম মাইদুল ইসলাম,বম পরিবারের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বান্দরবান জোন সূত্রে জানাযায়, এক পরিবার-কে ৫০ কেজি চাল,৫ কেজি ডাল,৫ কেজি লবন,৫ কেজি তেল,৫ কেজি আলু,৫ কেজি করে পেয়াজ প্রদান করা হয়।
প্রসঙ্গত, “গত কয়েক বছর ধরে পার্বত্য এলাকার আঞ্চলিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অত্যাচারে বান্দরবানের বিভিন্ন পাড়া থেকে অসংখ্য বম পরিবার পালিয়ে যায়। সেনাবাহিনীর সহযোগীতা ও নিরাপত্তার মধ্যে পালিয়ে যাওয়া বম পরিবারগুলো ধীরে ধীরে নিজ নিজ বাসস্থানে ফিরতে শুরু করে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।”
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে দুইটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন