নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো: মাসরুরুল হক দুর্গাপূজা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর ) বিকাল থেকে রাত পর্যন্ত তিনি নাইক্ষ্যংছড়ি সদরের হরি মন্দিরসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার গুরুত্বপূর্ণ মন্দিরগুলো ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে ওসি মো: মাসরুরুল হক পূজামণ্ডপ গুলোর নিরাপত্তা ব্যবস্থা,শৃঙ্খলা ও পূজার পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনে উপস্থিত ছিলেন,থানার ওসি তদন্ত একরাম ও থানার সেকেন্ড অফিসারনহ থানা পুলিশের বিশেষ একটি টিম।
এ সময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক- সহ উপস্থিত ভক্তদের সাথে মতবিনিময় করেন।
“ওসি জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।
এ উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নাইক্ষ্যংছড়ি থানার পক্ষ থেকে প্রতিটি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে, পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।”
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে সবাই মিলেমিশে আনন্দের সাথে উৎসব পালন করবে এমন প্রত্যাশা পুলিশের।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও এলাকাবাসী ওসির এই উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো পড়ুন→দুর্গাপূজা উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির শুভেচ্ছা উপহার


