Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

রেমবো ত্রিপুরা
আপডেট : September 25, 2025
Link Copied!

থানচি প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আর মাত্র দুইদিন পরেই শুরু হতে যাচ্ছে। এই উৎসবকে কেন্দ্র করে বান্দরবানের থানচিতে সারাদেশে ন্যায় বয়ে চলেছে উৎসবের আমেজ ও শেষমুহূর্তের পূজার প্রস্তুতি।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার উৎসব।

সরেজমিনে দেখা যায়, হিন্দু পাড়া কালি মন্দির ও থানচি কালিমা মন্দিরে ইতোমধ্যে মণ্ডপগুলো রং করাসহ পূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে তা সম্পূর্ণ হতে দুই-এক দিন সময় লাগবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। এই উপজেলায় দুইটি পূজা মণ্ডপ রয়েছে।

হিন্দু পাড়া কালি মন্দির কার্যকরী কমিটির সভাপতি সজল কর্মকার বলেন, দুর্গাপূজা উপলক্ষে কয়েক দিন ধরে সাজসজ্জার কাজ করছি। আরও এক-দুদিন লাগবে কাজ শেষ করতে। দুর্গাপূজা সার্বজনীন এখানে পাহাড়ি বাঙালি কোন বিভেদ নেই। সকল ধর্মের মানুষের জন্য পূজা উন্মুক্ত থাকবে, ধর্ম যার যার উৎসব সবার।

কালি মন্দির কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক ডালিম ঘোষ বলেন, লোকনাথ পঞ্জিকা অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী ও ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসব। এবছর দেবী দুর্গার মর্ত্যে হাতি দিয়ে আগমন এবং দোলায় পালকিতে গমন হবে।

এই নিয়ে থানচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন মজুমদার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশসহ অন্যান্য স্বেচ্ছাসেবক দল দুর্গাপূজার মন্ডপে দায়িত্ব পালন করবেন।

আরো পড়ুন→বান্দরবান পার্বত্য জেলার প্রবীণ রাজনৈতিক নেতা প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা আর নেই