বান্দরবান জেলা সদরের পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা এলাকার ঐতিহ্যবাহী বালাঘাটা বিলকিছ বেগম উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয় বালাঘাটা সম্প্রীতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫” গতকাল শুক্রবার বিকেলে সানাই পাড়া একাদশ ও বান্দরবান খেলাঘর একাদশের মধ্যকার খেলার মাধ্যমে শেষ হয় উক্ত টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা।
বালাঘাটা সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট–২০২৫ আয়োজন ও পরিচালনায় রয়েছেন বালাঘাটা এলাকার বিশিষ্ট তরুণ ক্রীড়াবিদ মোহাম্মদ সাহাদাত হোসেন, মোহাম্মদ রুবেল মোহাম্মদ আসিফসহ অনেকেই।
গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় আসরের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের নেতা মামুন হাওলাদার, মোঃ পলাশ, মোঃ শাহআলম, মোঃ আলমগীর, জুয়েল, মোঃ তহীদ, জয়সীম তঞ্চঙ্গ্যা, দূর্জয় প্রমুখ।
পরিচিতি পর্বে খেলোয়াড়দের সঙ্গে অতিথিগণ।
দ্বিতীয় পর্বের শেষ খেলায় মুখোমুখি হয় সানাই পাড়া একাদশ ও বান্দরবান খেলাঘর একাদশ। খেলার প্রথমার্ধে কোনো গোল না হলেও। দ্বিতীয় অর্ধে এক মাত্র গোল করে এগিয়ে যায় সানাই পাড়া একাদশ। তবে বেশিক্ষণ তাদের আধিপত্য ধরে রাখতে পারেনি সানাই পাড়া একাদশ। সমতাসূচক গোল করে খেলায় ফিরে আসে বান্দরবান খেলাঘর একাদশ। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে জয়লাভ করে সানাই পাড়া একাদশ।
আরো পড়ুন→বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্যোগ আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর