Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

ভারতের হাইকমিশনারের আয়োজনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সম্মানে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : September 16, 2025
Link Copied!

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং তার স্ত্রী মিসেস মনু ভার্মা ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ভারত ভবনে বাংলাদেশের নারী ক্রিকেট দলের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন। দলটি আসন্ন ২০২৫ আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে, যা ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।

স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক, ঐতিহাসিক, ভাষাগত ও সাংস্কৃতিকসহ নানা ক্ষেত্রে গভীর বন্ধন রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বন্ধন হলো ক্রিকেটের প্রতি উভয় দেশের গভীর ভালোবাসা। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের নারী ক্রিকেট দলগুলো গত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, এখন তারা দারুণ উদ্দীপনায় এবং উচ্চমানের ক্রিকেট খেলে নিজেদের দেশকে গর্বিত করছে।

হাইকমিশনার নারী ক্রিকেট দলকে নারীর ক্ষমতায়ন এবং তরুণ শক্তির প্রতীক হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আমরা গর্বের সঙ্গে আপনাদের পাশে আছি।” তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি কন্যাশিশুকে অনুপ্রাণিত করবে যাতে তারা তাদের স্বপ্নপূরণের পথে এগিয়ে যায় এবং যে কোনো ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। তিনি দলের সাফল্য কামনা করে বলেন, “আমরা চাই বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে আরও গৌরব বয়ে আনুক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইং-এর চেয়ারম্যান জনাব নাজমুল আবেদীন এবং শাথিরা জাকির জেসি, যিনি আইসিসি বিশ্বকাপ ম্যাচে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

উল্লেখ্য, ২০২৫ আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন→ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে একসাথে কাজের আহ্বান হাইকমিশনার প্রণয় ভার্মার