1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বান্দরবানে প্রাথমিক শিক্ষায় চরম সংকট, শিক্ষা প্রশাসনেও শূন্যপদে অচলাবস্থা - paharkantho
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন থানচিতে বিশ্ব খাদ্য দিবসে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা দেশের আলোচিত পর্ণ তারকা দম্পতি বান্দরবানে আটক নাইক্ষ্যংছড়িতে শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষক আটক বান্দরবানে ১৫ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবানে প্রাথমিক শিক্ষায় চরম সংকট, শিক্ষা প্রশাসনেও শূন্যপদে অচলাবস্থা

সুফল চাকমা
  • প্রকাশিতঃ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবান পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষাব্যবস্থা ভয়াবহ সংকটে পড়েছে। জেলার ৪৩৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৯টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই। এতে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক দুর্বলতা ও পাঠদানে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকেরও ৪২টি পদ শূন্য রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, প্রধান শিক্ষকের শূন্য পদে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে একসঙ্গে প্রশাসনিক কাজ ও পাঠদান সামলাতে গিয়ে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিশেষ করে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় সংকট আরও তীব্র। সরেজমিন দেখা গেছে—স্কুলে দপ্তরি নেই, ফলে প্রধান শিক্ষক ও শ্রেণিশিক্ষকরাই দপ্তরির দায়িত্ব পালন করছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে ঘণ্টা বাজানো পর্যন্ত সব কাজ করতে হচ্ছে শিক্ষকদের।

এলাকাবাসীর অভিযোগ, অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতি না হওয়ায় নবীন শিক্ষকরাই প্রধানের দায়িত্বে আছেন। ২০২২-২৩ সালে নিয়োগপ্রাপ্ত অনভিজ্ঞ শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান হিসেবে কাজ করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, “প্রাথমিক শিক্ষা শিশুর জীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানেই ঘাটতি হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।”

শুধু শিক্ষক নয়, শিক্ষা প্রশাসনেও সংকট ভয়াবহ। উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউইও) থাকার কথা ৭ জন, কর্মরত আছেন মাত্র ৩ জন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিইও) থাকার কথা ১৪ জন, কর্মরত আছেন মাত্র ৩ জন। অর্থাৎ ১১টি পদ শূন্য। জেলা পর্যায়ে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (এডিপিইও) ২টি পদের মধ্যে আছেন মাত্র একজন।

১৯৮৬ সালে বান্দরবানে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল ২১৯টি। সে সময়কার জনবল কাঠামো দিয়েই এখনো শিক্ষা ব্যবস্থা চলছে। অথচ ৪০ বছরে নতুন করে আরও ২১৬টি বিদ্যালয় জাতীয়করণ হলেও শিক্ষা কর্মকর্তার সংখ্যা বাড়ানো হয়নি।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার শূন্যপদ পূরণ না হলে প্রাথমিক শিক্ষার মান মারাত্মকভাবে নেমে যাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত নিয়োগ ও পদোন্নতি সম্পন্ন করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ চিরান জানান, উপজেলায় ৬৮টি বিদ্যালয়ের মধ্যে ৪৪টিতেই প্রধান শিক্ষক শূন্য। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন খান বলেন, জেলায় প্রধান শিক্ষকের ১৭৯টি পদ শূন্য। সহকারী শিক্ষকের ২০৩৯টি পদের মধ্যে ৪২টি শূন্য। সহকারী শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে। তবে প্রধান শিক্ষক নিয়োগে ৬৫শতাংশ পদোন্নতি ও ৩৫শতাংশ সরাসরি নিয়োগ হওয়ার কথা। সহকারী শিক্ষক বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে নিয়োগ দিতে পারলেও প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারেনা। তবে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আশা করছেন অতিদ্রুত এই অচলাবস্থা কেটে যাবে। তিনি আরো জানান ঝরে পড়া রোধে দুর্গম এলাকায় আবাসিক পদ্ধতিতে আরও ৪৮টি নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষকদের জন্য আবাসনের ব্যবস্থার কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা(উপসচিব) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন প্রাথমিক শিক্ষাবিভাগ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ন্যাস্তবিভাগ, যেহেতু বান্দরবান শিক্ষায় পিছিয়ে আছে সে লক্ষেই কাজ করা হচ্ছে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে ৪২টি সহকারী শিক্ষকের শুন্যপদে নিয়োগের জন্য ছাড়পত্র পাওয়া গেছে অতিশীগ্রই সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।আর প্রধান শিক্ষক যেহেতু দ্বিতীয় শ্রেনী করা হয়েছে ,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে তাই উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান তিনি।

আরো পড়ুন→পাহাড়ে ঘরে তোলা হচ্ছে জুমের ধান, সোনালী রঙে রঙ্গিত প্রান্তিক জনপদ

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a