নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকাল সাড়ে ১১টার সময়ে উপজেলা চত্বর থেকে মৎস্য চাষী ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে এক বিশাল র্যালী বের করা হয়। র্র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা মডেল মসজিদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী আবদুল্লাহর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখনে উপজেলা কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের কর্মকর্তা মাহমুদুল হাছান, নাইক্ষ্যংছড়ি থানার উপ পরিদর্শক পলাশ খান, মৎস্য চাষী ছৈয়দুল আমিন,জাহাঙ্গীর আলম,প্রমুখ। এসময় বক্তারা মাছ চাষের উপর গুরুত্ব, এবং দেশী মাছ সংরক্ষন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। আগামীতে মাছ চাষের জন্য জলাশয় ও পুকুর কে উপযোগী করে ঘরের চাহিদার পাশাপাশি লাভ জনক ভাবে চাষ করার জন্য সকলের প্রতি আহবান জানান।
আরো পড়ুন→ঘুমধুম সীমান্ত থেকে ‘আরাকান আর্মি’র সহযোগী আটকের দাবী বিজিবির