নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবির আয়োজনে সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর জমকালো সূচনা হয়েছে।
উপজেলার পাঁচ ইউনিয়নের বাঙালি ও পাহাড়ি খেলোয়াড়দের অংশগ্রহণে রোববার (১৭ আগস্ট) বিকেলে সালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় উদ্বোধনী ম্যাচ।
প্রথম দিনের খেলায় বাইশারী ইউনিয়ন ঘুমধুম ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ২-০ গোলে হারায় দোছড়ি ইউনিয়নকে। মাঠে স্থানীয়দের ব্যাপক উপস্থিতি ও উল্লাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার উছাই মং মারমা, যুব ক্রীড়া সংস্থার মোহাম্মদ মাহবুব ইলাহী, উপজেলা চেয়ারম্যানবৃন্দসহ বিজিবির কর্মকর্তা ও সদস্যরা।
নাইক্ষ্যংছড়ি জোন (১১ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়,“সেনা রিজিয়ন কাপ ফুটবল শুধু একটি খেলা নয়, বরং পার্বত্য অঞ্চলে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাহবুব ইলাহী বলেন, “এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ক্রীড়ামুখী করে, মাদক থেকে দূরে রাখে এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।”
আগামী ১৮ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। ফাইনাল খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।