Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমায় বাড়ির সামনে পাহাড় ধস, নিরাপত্তাহীনতায় আতঙ্কিত সাংবাদিক পরিবার

চনুমং মারমা
আপডেট : July 10, 2025
Link Copied!

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমা উপজেলায় ২ নং সদর ইউনিয়নের আশ্রম পাড়া এক সাংবাদিকের বাড়ির সামনের পাহাড় ধসে পড়েছে।

গত মঙ্গলবার গভীর রাতে টানা বৃষ্টির কারণে ঘটে যাওয়া এই ঘটনাটি পরিবার ও স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে আকস্মিকভাবে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে সাংবাদিকের বাড়ির একেবারে সামনের অংশে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও ধসের ভয়াবহতা দেখে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের আশঙ্কা, একই এলাকায় আরও বড় ধসের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান,বিকট শব্দ শুনে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পরে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে সাহায্য করেন ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ভুক্তভোগী পরিবারটি জানায়, প্রতি বছর বর্ষা এলেই পাহাড় ধসের আতঙ্কে থাকতে হয়। এবারের ধস খুবই কাছাকাছি ঘটায় তারা বিশেষভাবে শঙ্কিত। পরিবারটি দ্রুত সময়ের মধ্যে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে বান্দরবানের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। এ কারণে প্রতিটি বর্ষায় বহু মানুষ আতঙ্কে দিন কাটান।