Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে দূর্গম পাহাড়ি জনগোষ্ঠী ২৭৬৫ পরিবার পেল দূর্যোগের চাউল

Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পাহাড়ি দুর্গম ২৭৬৫ পরিবার পেল বিশেষ প্রকল্পর কর্মসূচির চাউল। বৃহস্পতিবার (৩জুলাই) সকালে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহাবুব এলাহী ও পরিষদের সচিব মোহাম্মদ হোসাইন উপস্থিত থেকে, এই কর্মসূচি উদ্বোধন করেন। এতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৬৫ পরিবার ও বাঙালি ২৫০০ পরিবার ১০ কেজি করে মোট ২৭৬৫ পরিবারের মাঝে মোট ২৭ হাজার ৬ শত ৫০ কেজি চাউল বিতরণ করা হয়। পরিষদের প্রশাসন মাহবুব এলাহী জানান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর বিশেষ প্রকল্পর কর্মসূচি হইতে, সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি জনগোষ্ঠী ও অতি বৃষ্টি, ঘূর্ণিঝড় সহ দুর্যোগ মোকাবেলায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। সীমান্ত এলাকায় বসবাসকারী বৃদ্ধ রহিমা বেগম ৬৫, কম্বোনিয়ার গুলজার বেগম, পাহাড়ে বসবাসকারী আদুৎ মারমা, উবা চিৎ চাকসহ অনেকে এই প্রতিবেদক কে জানান। টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া পরিবার গুলোর মাঝে এই সহায়তা যেন স্বর্ণের ছেয়ে দামি। বিশেষ করে বিগত ১৭ বছর ধরে আওয়ামী সরকার হাতে বঞ্চিত পরিবার গুলোর মুখে দেখা গেছে হাসির ঝলক।

এসময় প্রশাসক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।