Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

রুমায় ইউএনডিপির বৃক্ষরোপন ও প্রচারণা

চনুমং মারমা
আপডেট : June 30, 2025
Link Copied!

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর পরিবেশ বিষয়ক দুটি প্রকল্পের আওতায় বৃক্ষরোপন ও প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ (সোমবার) সকালে উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়ায় পরিবেশ সহায়ক বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে বৃক্ষরোপন প্রচারণা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইউএনডিপির করলিয়া এবং বায়োডাইভারসিটি প্রকল্প পার্বত্য চট্টগ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত চলমান দুটি প্রকল্প।

বৃক্ষরোপন ও প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল, চায়রাগ্র, ক্যলুংক্ষ্যং, বাসাত্লাং পাড়ার অধিবাসীরা, এছাড়া পাড়া সমূহের কারবারি, হেডম্যানরাও উপস্থিত ছিলেন।

করলিয়া প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জেমস বম এবং বায়োডাইভারসিটি প্রকল্পের সমন্বয়কারী জেসমিন বম বৃক্ষরোপন পরিচালতি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৯,৬২০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার