ডেস্ক নিউজঃ উপজেলা ভিত্তিক ভলিবল টূর্ণামেন্ট ২০২৫ এর দ্বিতীয় পর্বের খেলা চলছে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায়।
রবিবার ( ২৬ জানুয়ারি) সকালে রোয়াংছড়ি শিশুপার্ক মাঠে এই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন,রোয়াংছড়ি সাব জোন কমান্ডার,মেজর এমএম ইয়াসিন আজিজ।

খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছেন অতিথিরা
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর এমএম ইয়াসিন আজিজ বলেন, খেলাধুলা শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক প্রশান্তি ও সামাজিক স্থিতিশীলতার মাধ্যম। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন,খেলাধুলা শুধু বিনোদন নয়,নেতৃত্ব গড়ে তোলে,শৃঙ্খলার শিক্ষা দেয় এবং জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যে কোনো সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করতে প্রস্তুত।তরুন ও যুব সমাজকে খেলাধুলায় নিজেদের নিয়োজিত রাখার পরামর্শ প্রদান করেন এবং যে কোন সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় রোয়াংছড়ি প্রেস ক্লাবের সভাপতি চহ্লামং মার্মা, মংপু মাষ্টারসহ সম্মিলিত ক্রীড়া পরিষদ এর সিনিয়র সহ- সভাপতি রফিকুল আলম, ভলিবল রেফারী ও ডিএসএর নির্বাহী সদস্য মংচিং প্রু নজি, সহ- সভাপতি নিনি প্রূ, রাজেশ দাশ, সাংগঠনিক সম্পাদক উক্যসিং, নির্বাহী সদস্য মো. ইমতিয়াজ, প্রিয়তোষ দে প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে,রোয়াংছড়ি জোনে,বান্দরবান সদর ও রুমা উপজেলার ৫টি দল। গত বছর থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টটি তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। খেলোয়াড়রা নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণে ভূমিকা রাখবে।
টুর্ণামেন্টটির ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান আগামী ২৮ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলন


