নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তির প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন উপজেলা কৃষকদল।
রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষকদলের সভাপতি ছৈয়দুল আমিন।
লিখিত বক্তব্যে বলেন বিগত ২৫ জানুয়ারি ২৪ ইং তারিখে ৭১ জন সদস্য বিশিষ্ট নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষকদলের পুর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়। অনুমোদন পাওয়ার পর থেকে কার্যক্রম চালিয়ে যাই এবং ৫ টি ইউনিয়নের পুর্ণাঙ্গ কমিটি সম্পন্ন করি এবং ওয়ার্ডের কমিটি ও গঠন করা হয়।
তিনি আরো বলেন গত ২৫ ডিসেম্বর ২৪ ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি বান্দরবান জেলার নতুন করে কৃষকদলের আংশিক কমিটি ঘোষনা করা হয়। আংশিক কমিটির সভাপতি হিসেব যাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তাকে চিনিনা। তিনি বান্দরবান জেলার স্থায়ী বাসিন্দা নন এবং বহিরাগত। সাধারন সম্পাদক হিসেবে মনির হোসেন ভূঁইয়াকে ও আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে কোনদিন সরব দেখি নাই।
এই কমিটি অর্থ বাণিজ্যের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে বলে আমরা মনে করি। তাছাড়া বান্দরবান জেলা কৃষকদলের আংশিক কমিটি আমাদের সাথে কোন প্রকার যোগাযোগ না করে সাংগঠনিক নিয়ম তোয়াক্কা না করে উপজেলা কৃষকদলের কমিটি বিলুপ্তি ঘোষনা করে।
সংবাদ সম্মেলনে আরো বলেন আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন সিদ্বান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি বর্তমান কমিটিকে বাদ দিয়ে কোন প্রকার পকেট কমিটি দেওয়া হলে আমরা রাজপথে নামতে বাধ্য হব বলে জানান এই নেতা।
তারা এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ সমাধান করার দাবী ও জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য বিলুপ্ত উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক আমিনুল হাকিম, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ করিম, বাইশারী ইউনিয়ন সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, দোছড়ি ইউনিয়ন সভাপতি নুরুল আবছার, সাধারন সম্পাদক রুহুল আমিন সহ নেতা কর্মীরা।
এই বিষয়ে বান্দরবান জেলা কৃষকদলের আহব্বায়ক ইয়াসিনুল হক চৌধুরী রিপন এর কাছে জানতে চাইলে তিনি জানান সংঘটনকে এগিয়ে নেয়ার উদ্দেশ্যে এই মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয়েছে, জেলার আংশিক কমিটি ঘোষণার পর প্রত্যেকটা উপজেলায় নোটিস পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে বিগত বছরের সাংগঠনিক কর্মকাণ্ডর বিষয়ে,তারা সঠিক কোনো উত্তর দিতে না পারায় কমিটি বিলুপ্ত করা হয়।
উপজেলা কৃষকদল আপনাকে চিনেনা এবং বহিরাগত দাবি করছেন এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন আমার জন্ম এখানে আমার জাতীয় পরিচয়পত্রতে উল্লেখ আছে আমি বান্দরবানের বাসিন্দা তারা যদি দাবি করে আমি বহিরাগত তাহলে সেটা অযৌক্তিক। বিগত অনেক বছর ধরে আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত তারা কেনো আমাকে চিনেনা সেটা আমি জানিনা।
তিনি আরো বলেন, তারা যা করছেন তা পিছন থেকে করানো হচ্ছে সংঘটন কে বাধা দেয়ার চেষ্টা এইসব।
আরো পড়ুন→অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক মতবিনিময় সভা