নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৫-২২৬ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে নাইক্ষ্যংছড়ি সদরে উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা আমীর ওমর ফারুক সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে মওলানা ওমর ফারুক সিরাজী কে ২০২৫-২০২৬ নতুন সেশনর জন্য আমীর হিসেবে নির্বাচিত ও সেক্রেটারি হিসাবে পূ্নঃমনোনীত হন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আবু নাসের। এছাড়াও সহ সেক্রেটারী হমিদুল হক,বায়তুল মাল সেক্রেটারী মাষ্টার আব্দুল গফুর,অফিস ও সাহিত্য সাংবাদিক মাহমুদুল হক বাহাদুর, প্রচার সম্পাদক মোহাম্মদ সেলিম উল্লাহ কে মনোনীত করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জামায়াতের আমীর এস. এম.আব্দুস সালাম আজাদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামাতের আমীর হিসেবে মাওলানা ওমর ফারুক সিরাজী কে শপথবাক্য পাঠ করান।
এসময় প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমীর প্রন্তিক জনগোষ্ঠীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং বলেন ইসলামী আন্দোলনের সকল কাজ যেন আল্লাহর সন্তুষ্ট অর্জনে জন্য হয় সেই দিকনির্দেশানা দেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ,বান্দরবান জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক হামেদ হাসান,সহ উপজেলা মিডিয়া সেল ও জেলা উপজেলার বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ।
আরো পড়ুন >>>নাইক্ষ্যংছড়িতে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি