Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান জেলা পরিষদে নাইক্ষ্যংছড়ি থেকে নবনিযুক্ত দুই সদস্যকে গণসংবর্ধনা

জাহাঙ্গীর আলম কাজল
আপডেট : November 15, 2024
Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নবনিযুক্ত সদস্য এবং নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম এবং মং-এ-চিং চাককে গণসংবর্ধনা দিয়েছেন বাইশারী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। একই অনুষ্ঠানে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর, জেলা জজ আদালতের জিপি, এজিপিদেরও গণসংবর্ধনা দেওয়া হয়।

শুক্রবার বিকালে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বাইশারী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দল ও সর্বস্ত্ররের মানুষ।

গণসংবর্ধিত অতিথিদের মধ্যে অ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাইশারীর মানুষ কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করে আমাদের ঋণী করেছেন, সেই ঋণ পরিশোধ করবার, ক্ষমতা আমাদের নেই। গত ১৫ বছরের জঞ্জাল, ঘুষ, দুর্নীতি এবং নৈরাজ্য সৃষ্টি হয়েছিল তা পরিষ্কার করে নতুন সীদ্ধান্তে এগিয়ে যাবে পার্বত্য জেলা পরিষদ। তিনি আরো বলেন, পরিষদের বৈঠকে বাইশারীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরার মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করবেন। নব নিযুক্ত জেলা পরিষদ সদস্য মং এ চিং চাক বলেন- আমি দায়িত্বপালন করতে গিয়ে কোন ভেধাভেদ করব না।

বাইশারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু’র সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো: ইসমাইল, জেলা দায়রা জজ আদালতের সরকারী কৌসুলি অ্যাডভোকেট মোহাম্মদ আবু তালেব,সহকারী-কৌসুলি আবু হেনা মোস্তফা কামাল। আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রশিদ।

হাফেজ মোহাম্মদ আলম ও নুরুল আলম এর সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাওলানা রফিক বশরী, মোহাম্মদ আবল কালাম, মোহাম্মদ ইলিয়াছ সওদাগর, সাংবাদিক আবদুর রশিদ, সাবেক মেম্বার আজিজুল হক, বাংলাদেশ আর্মির অবসরপ্রাপ্ত অনারি ক্যাপ্টেন থোয়াই অংগ্য চাক। এর আগে নবনিযুক্ত পার্বত্য জেলা পরিষদের দুই সদস্য বাইশারী পৌছলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তিরা তাদের ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করেন। পরে মিছিল সহকারে গণসংবর্ধনায় যোগদেন অতিথিবৃন্দ।

(আরো পড়ুন)

থানচিতে সাংবাদিকদের সঙ্গে বিএনকেএস অনজিও’র বার্ষিক সংলাপ