1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
বেহাল দশা নাইক্ষ্যংছড়ি-রামু সংযোগ সড়কের ৫৩ বছর ধরে ফাইলবন্দী সম্প্রসারণ কাজ - paharkantho
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
রোয়াংছড়িতে ইজিবাইক চালক হত্যার রহস্য উদঘাটন বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্যোগ আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর বান্দরবানে এনসিপি প্রধান সমন্বয়কের বিরুদ্ধে চাঁদাবাজি-অর্থ আত্মসাতের অভিযোগ ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে একসাথে কাজের আহ্বান হাইকমিশনার প্রণয় ভার্মার বান্দরবানে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে পাহাড়কণ্ঠের বর্ষপূর্তি পালিত মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত রুমায় টোল ট্যাক্স বাতিলের দাবিতে মানববন্ধন বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধে মাঠে নেমেছে জেলা পরিষদ বান্দরবান মারমা বাজারে অবৈধ টোল-ট্যাক্স আদায় বন্ধের দাবি বান্দরবানে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা, মুমূর্ষ অবস্থায় উদ্ধার
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

Registration link:https://sports-bangla.com/event/bandarban-hill-half-marathon-2025

বেহাল দশা নাইক্ষ্যংছড়ি-রামু সংযোগ সড়কের ৫৩ বছর ধরে ফাইলবন্দী সম্প্রসারণ কাজ

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৩৫৮০ জন নিউজটি পড়েছেন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ও পার্শ্ববতী জেলা কক্সবাজারে রামুর ১২ কিলোমিটার রামু-নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়কের বেহাল দশা সংস্কারের সাথে সম্প্রসারণ জরুরী। খোঁজ নিয়ে জানা যায় বান্দরবান সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর অধীনে এ সড়কটি বর্তমানে ১২ ফুট প্রস্থ এই সড়ক দিয়ে পূরবী বাস গাড়ী,বড় জাঠ বহনকারী ট্রাক,এবং নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সদস্যের খাদ্য,অস্ত্র,গোলা-বারুদ সহ তাদের অভ্যন্তরীণ সড়ক উন্নয়নে ব্যবহৃত কার্ভানব্যানের প্রস্থ সাড়ে ৮ ফুট।

অপরদিকে দূরপাল্লার মালবাহি গাড়ির চওড়াও সাড়ে ৮ ফুট। এমন দুইটি গাড়ি মুখোমুখি হলে যানজট ছুটে না দুই চার ঘন্টায়ও। এসময় মানুষ পায়ে হাটাও মুশকিল হয়ে পড়ে। ট্রাক চালক নুরুল হাকিম, হারুনসহ অনেক জানান, ঝুকি নিয়ে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। আর এ সড়কের দু’পাশে রয়েছে পাহাড় সড়কটি সংষ্কার এর পাশাপাশি সংম্প্রসারণ করে প্রস্থ না করলে যেকোনো সময়ে বড় দুর্ঘটনা আশঙ্কা রয়েছে।

এই সড়কে সড়ক ও জনপদ বিভাগ বিপদ সংকেত দেখিয়ে ৫ টনের অধিক ভারী কোন যানবাহন এ সড়কে চলাচল করতে পারবে না বলে সাইনবোর্ড টাংগিয়ে দেন। এই সংকেত এখন কেউ মানছে না। প্রতিনিয়ত চলে ২০ টনের অধিক পণ্যবাহী ভারী যান বাহন।সচেতন মহল ও চালকরা পরিস্থিতির শিকার বলে দাবী করছেন।

এছাড়াও এ সড়কের উপর অতি ঝুঁকিতে রয়েছে বেশকিছু বেইলী ব্রিজ ও কালবার্ট।

এসব ব্রিজ, কালবার্ট গুলো সড়ক বিভাগ তড়িগড়ি করে লোক দেখানো সংস্কার করায় এসব ব্রীজ-কালভাট স্হায়ী হয় না।

এদিকে নাইক্ষ্যংছড়ি বার বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ বলেন,সড়কটি দূরত্ব মাত্র ১২ কিলোমিটার আর প্রস্থ ১২ ফুট তাই সংস্কারের পাশাপাশি প্রস্থ সম্প্রসারণ করা জরুরী।

তিনি আরও বলেন স্বাধীনতার ৫৩ বছর পার হলেও এটির সম্প্রসারণ কাজ ফাইল বন্দী হয়ে আছে।

সড়কটির প্রস্থ ছোট হওয়ায় গাড়ি চলাচলে নানা জটিলতা দীর্ঘ দিনের। তাই দূর্ঘটনা এ সড়কের নিত্য সংঙ্গী। কারণ সড়কের যাতায়াতকারী,৬টি ইউনিয়নের আড়াই লাখ মানুষ ছাড়াও রয়েছে রামু রাবার বাগানে মালামাল নেওয়া-আনার সমস্যা।

অন্যদিকে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবিও সমস্যার সম্মুখীন হচ্ছে।

বিশেষ করে এ সড়কের জারুলিয়াছড়ি ব্রীজ সহ ৫টি বেইলী ব্রীজের অধিক ঝুঁকিপূর্ণ।উল্লেখ্য, এই সড়ক দিয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছে রামু উপজেলার কচ্ছপিয়া,গর্জনিয়া ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর, দোছড়ি,বাইশারী ও সোনাইছড়িসহ৭ ইউনিয়নের মানুষ।

এই এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৩ শতাধিক। এতে শিক্ষক শিক্ষার্থী আছে ৩০ হাজারের বেশী। বিশেষ করে কক্সবাজার জেলা খাদ্য-শস্য ভান্ডার খ্যাত কচ্ছপিয়া ও গর্জনিয়া ইউনিয়ন সহ সীমান্তের ৭টি ইউনিয়নের, উৎপাদিত পণ্য বেচাকেনার হাট গর্জনিয়া বাজারের পণ্য আমদানী-রপ্তানীতে ব্যাবহার হচ্ছে রামু–নাইক্ষ্যংছড়ি সড়কটি। সচেতন মহলের মতে সড়কটি, সম্প্রসারণ খুবই দরকার। জনসাধারণের কষ্ট লাগবে দ্রুত সড়কটি প্রস্থসহ সংস্কার এখন গণমানুষের দাবীতে পরিণত হয়েছে।

নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল সাহল আহমেদ নোবেল (এসি) বলেন,বিজিবি জোয়ানরা বিভিন্ন অপারেশন তাদের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে তাই তিনিও বিভিন্ন দপ্তরের সুপারিশ করার কথা বলেন। তিনি সড়কটির প্রস্ত ছোট হওয়ায় দুটি গাড়ি পরস্পরকে সাইড দিতেও অনেক সময় লাগে এবং সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তার জন্যে এ সড়কের সম্প্রসারণ প্রয়োজন আছে।

এদিকে এ এলাকার সুশীল সমাজের দাবী,রামু-নাইক্ষ্যংছড়ি সড়কটির অবস্থা নাজুক তাই দ্রুত সম্প্রসারণ এখন সময়ের দাবী। এবিষয়ে বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নজুরুল ইসলাম বলেন,

রাস্তাটি বড় করে বাজার এলাকার জন্য আলেদা ডিসচার্জ ম্যানসহ প্রকল্প নেওয়া হয়েছে প্রকল্প টি বর্তমানে প্লানিং কমিশনে আছে। ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজ গুলোর জন্য আলেদা প্রকল্প নেওয়া হয়েছে। রাস্তাটি দ্রুত মেরামত করা হবে বলে জানান।

(আরো পড়ুন)

নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

call now: 01872-699800

© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a