নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষ্যংছড়ির সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছালামিপাড়া এলাকায় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর ) রাতে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু ছালামিপাড়া আলী হোসেন কে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি সতর্ক করেন যাতে বিনা-অনুমতিতে আর পাহাড় না কাটে।
ইউএনও ইতু জানান পাহাড় কাটার খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ ওই জায়গা পরিদর্শনে গিয়ে সত্যতা খুঁজে পান। অপরাধ প্রমাণিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে শাস্তি হিসেবে ২০ হাজার টাকা জরিমানা করেন তাকে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাংবাদিকদের কাছে জরিমানার বিষয়টি নিশ্চিত করেন।


