Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

ঘুমধুমে পারিবারিক কলহের জেরে এক নারী বিষপানে আত্মহত্যা,

Link Copied!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে পারিবারিক কলহের জের ধরে এক নারী বিষপান করে আত্মহত্যা করেছে। বুধবার (২অক্টোবর ) সন্ধ্যা ৭ টার দিকে ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সে ওই এলাকার মোঃ ইসলামের স্ত্রী সাবেকুন্নাহার সাকু (৫২)। জানা যায় স্বামী ইসলামের সাথে নিহতের ২৫ বছরের মেয়ে মুন্নী জন্মের পর থেকে কোনো যোগাযোগ ছিলনা সাকুর।

মেয়েকে নিয়ে দীর্ঘ আড়াই যুগের বেশী সময় কাটিয়ে দেন সাকু। তার একমাত্র কন্যা মুন্নীর সাথে বিয়ে হয় আপন ভাইপো,মৃত কবির আহমদের ছেলে রফিকের। বিয়ের কিছুদিন পর থেকেই মুন্নী এবং রফিকের সংসারে অশান্তি চলে আসছিল। এ নিয়ে বহু শালিশ-দরবার হয়েছে।

কন্যা মুন্নীকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন মা সাবেকুন্নাহার। গত ২ অক্টোবর জামাতা রফিকের সাথে বাকবিতন্ডায় জড়ান। এতে রাগে ক্ষোভে ক্ষেতের জন্য আনা কীটনাশক পান করে আত্মহত্যা করেন।

তড়িঘড়ি করে জামাতা রফিকসহ লোকজন লাশ দাফন কার্য সম্পাদনের চেষ্টা করেও বিষপানের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার ৩ অক্টোবর স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম শিকদার যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে জানান,তাদের ফুফু দীর্ঘদিন অসুস্থ্যতায় ভোগছিল,অসহ্য যন্ত্রণায় বেগুন ক্ষেতের জন্য আনা কীটনাশক পান করলে মৃত্যু হয়।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ইনচার্জ ধর্মজীত জানান, ঘুমধুম ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ারুল ইসলামের মধ্যেমে সাবেকুন্নাহার নামে এক নারীর মৃত্যের বিষয়টি আমি নিশ্চিন্ত হয়েছি।

আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়দন্তের জন্য লাশ কক্সবাজারে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।