নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ নাইক্ষংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে প্রবেশ কালে স্থানীয় লোকজন কর্তৃক এক ব্যক্তিকে ধৃত করা হয়েছে।
আটক ব্যাক্তির নাম,সূফিয়ান (৬৫), পিতা মৃতঃ আমিনুল হক, সে চট্টগ্রামের মীরসরাই উপজেলার পূর্ব মলিহাস গ্রামের বাসিন্দা।
বুধবার (১৮ সেপ্টম্বর) বেলা ১০ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম অবস্থিত কক্সবাজার ৩৪ বিজিবির অধিনস্হ রেজুপাড়া বিওপির সীমান্ত পিলার সংলগ্ন মায়ানমারের অভ্যান্তরে প্রবেশ করতে চাইলে সীমান্ত এলাকায় জনতা কর্তৃক ধৃত হয়।
এর পর ধৃত ব্যক্তিকে জনতা ৩৪ বিজিবির অধীনস্থ রেজু পাড়া বিওপি ক্যম্পে হস্তান্তর করেন। এ সংবাদ লেখাকাল অবধি আটক ব্যাক্তি বর্তমানে রেজুপাড়া বিওপির হেফাজতে রয়েছে। তাকে স্থানীয় উখিয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সূত্র নিশ্চিত করেন।