Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচি উপজেলা সংস্কারের ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ

রেমবো ত্রিপুরা
আপডেট : September 11, 2024
Link Copied!

থানচি প্রতিনিধিঃ বান্দরবানের থানচিতে দেশের বিভিন্ন জায়গায় মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আদিবাসী ছাত্র ও যুব সমাজের আয়োজনে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকালে থানচি বাজার প্রাঙ্গণে উপজেলায় সকল দুর্নীতি, অনিয়ম, অসাধু ব্যবসায়ীদের অবৈধ ভাবে বালু, পাথর, গাছ ও বাঁশ কর্তন বন্ধ ও সুশিক্ষা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা গ্রহনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান পূর্বক বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মংসিংশৈ মারমার সভাপতিত্বে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশের বক্তব্য রাখেন, ম্যাসিংওয়াং মারমা, সিংনয়া ম্রো, রেইংহাই ম্রো, অনন্ত ত্রিপুরা, মুক্তা চন্দ্র ত্রিপুরা ও সিংওয়াইমং মারমা প্রমুখ।

অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রশংসা করে বক্তারা বলেন, দেশ সংস্কারের বর্তমান সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা প্রসংসনীয়। একই সাথে এই উপজেলায় সকল দুর্নীতি, অনিয়ম, অসাধু ব্যবসায়ীদের অবৈধ বালু, পাথর, গাছ ও বাঁশ কর্তন বন্ধ ও সুশিক্ষা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করাসহ ১১ দফা দাবী জানানো হয়।

বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ শেষে সমন্বয়ক মংমে মারমা, মংসিংশৈ মারমা, ও উথোয়াইওয়াং মারমা স্বাক্ষরিত ১১ দফা দাবী জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন কাছে প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।