Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান প্রবল বর্ষণে বেইলি ব্রিজ দেবে ২ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ জনদুর্ভোগ চরমে 

আরাফাত খাঁন
আপডেট : May 28, 2024
Link Copied!

বান্দরবান সদরের চিম্বুক সড়কের লাইমী পাড়া এলাকায় পুরাতন একটি লোহার বেইলি ব্রিজের নিছের অংশের মাটি সরে দেবে গেছে।

ব্রিজটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় মঙ্গলবার (২৮ মে) সকাল থেকে বান্দরবান জেলা সদরে সাথে রুমা ও থানচি উপজেলার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে। ব্রিজের দুই পাশে বহু গাড়ি আটকা পড়েছে। এদিকে দুটি উপজেলায় যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের মধ্যে পড়েছে যাত্রীরা।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গত ২৬ মে থেকে থেমে থেমে ভারি বৃষ্টি পাত ও হাল্কা থেকে মাঝারি আকারের ঝড়ো  হাওয়া বইছে।এতে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ লাইনে গাছ ভেঙে পড়ে প্রায় ১৫ ঘন্টারও বেশি সময় ধরে জেলা সদর, থানচি ও রুমায় উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।বিদ্যুৎ বিহীন নগরীতে পরিনত হওয়ার পাশাপাশি দীর্ঘক্ষণ মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এসব এলাকা গুলো।এছাড়া বান্দরবান-রুমা-থানচি সড়কের লাইমি পাড়ায় একটি বেইলী ব্রীজের নীচ থেকে মাটি সরে গিয়ে ব্রীজের গাইড ওয়াল ভেঙ্গে  যাওয়ায় বান্দরবান থেকে রুমা-থানচিতে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

থানচি বাস মালিক সমিতির লাইন ম্যান সাহাব উদ্দীন জানান,ব্রীজের একপাশের গাইড ওয়াল ভেঙ্গে গিয়ে মাটি  দেবে যাওয়ায় যানবাহন চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে ব্রীজটি।ফলে দূর্ঘটনা এড়াতে রুমা-থানচিতে সকল প্রকার ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

মিলনছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ  রবিন্দু চাকমা জানান, ভারী বৃষ্টির ফলে মিলনছড়ি ক্যাম্প ও লাইমী পাড়ার মাঝামাঝি  বেইলি ব্রীজের দক্ষিণ পাশের একাংশ দেবে যাওয়ার কারণে ভারী যানবাহন  চলাচল বন্ধ রাখা হয়েছে।

খুব শিঘ্রই বেইলি ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোশলেউদ্দিন।

বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা আছে। এছাড়া ঘূর্ণিঝড় রিমালের কারনে জেলায় এখনো পর্যন্ত বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি বলে জানান তিনি