Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে ট্রাক উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৭

Khaled Mahabub Khan Arafat
আপডেট : May 22, 2024
Link Copied!

লামা প্রতিবেদক: লামায় সকালে কাজে যাওয়ার সময় ট্রাক উল্টে মোঃ জাহাঙ্গীর (২২) নামে ১জন শ্রমিক নিহত ও ৭জন আহত হয়েছে।

বুধবার (২২মে) সকাল সোয়া ৭টায় ফাইতং ইউনিয়নে বদর টিলা নামক স্থানে এদুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফাইতং পুলিশ ফাঁড়ির ইনসার্জ(এসআই) মোঃ মফিজ উদ্দিন জানান সকালে হারবাং এলাকা থেকে গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়া এলাকায় ছাদ ঢালাই কাজে ১৫-২০জন শ্রমিক নিয়ে ট্রাকটি যাচ্ছিল, ফাইতং ইউনিয়নের শেষ সীমানায় বদরটিলা নামক জায়গায় একটি পাহাড় উঠতে গিয়ে ট্রাকটি পিছনে এসে উল্টে যায়। ঘটনাস্থলে মোঃ জাহাঙ্গীর (২২)

নামে ১জন নিহত হয়।এই ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে। আহতদের নাম জানা যায়নি তাদেরকে চকরিয়ার হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শামীম শেখ জানান ফাইতং থেকে গাজালিয়ায় ট্রাকে করে কাজে যাওয়ার সময় ট্রাক উল্টে একজন শ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। তদন্ত করা হচ্ছে। অন্যান্য আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।