Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান জায়গা জমি বিরোধের জেরে সংঘর্ষ ১জন নিহত,আহত ৮

Khaled Mahabub Khan Arafat
আপডেট : May 16, 2024
Link Copied!

লামা প্রতিনিধি: লামা উপজেলায় জায়গা জমি বিরোধের জেরে সংঘর্ষে মো. ওসমান (৪০) নামে একজন নিহত হয়। এই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) লামা সরই ইউপির ১নম্বর ওয়ার্ড হাছনাপাড়া এলাকার নেইচ্চার ঝিরি এলাকায় এঘটনা ঘটে।নিহত মো. ওসমান (৪০) ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে ওসমানের পরিবারের সাথে কবিরের পরিবারের বিরোধ চলছিল।এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে শালিসি প্রক্রিয়াও চলমান রয়েছে। এরই মধ্যে আজ দুপুরে উভয় পরিবারের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়।এছাড়া আহত ব্যাক্তিদের পার্শ্ববর্তী পদুয়া হাসপাতালে নিয়ে গেলে আহত মো. ওসমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সরই ইউপি চেয়ারম্যান মো.ইদ্রিস কোম্পানি জানান, তাদের ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধের বিষয়টি ইউনিয়ন পরিষদে শালিসি প্রক্রিয়াও চলমান ছিল।তবুও উভয় পরিবারের ঝগড়াতে আহতদের হাসপাতালে নেওয়ার পথে মো. ওসমানে মৃত্যু হয়।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শামীম শেখ সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে তিনি নিজেই ফোর্স নিয়ে অবস্থান করছেন, এখনো মামলা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন আছে। এখনো কেউ আটক হয়নি, ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।