Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচিতে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রেমবো ত্রিপুরা
আপডেট : May 14, 2024
Link Copied!

থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচিতে সর্বজনীন পেনশন স্কীম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) সকাল ১০:০০টায় উপজেলা মিলনায়তন সভা কক্ষে উপজেলা সমবায় কার্যালয় এর আয়োজনে সর্বজনীন পেনশন স্কীম মাঠ পর্যায়ে সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পারভেজ ভূঁইয়া, উপজেলা সমবায় অফিসার খোকন চন্দ্র রায়, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক নিথোয়াই চাক, সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি মনিরাম রাফায়েল ত্রিপুরা ও বংশ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি এন্দ্রিজয় ত্রিপুরা প্রমুখ।

এছাড়া সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, বংধ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ও অন্যান্য সমবায় সমিতির সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এ বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় বর্তমান সরকার কর্তৃক গৃহীত সর্বজনীন পেনশন স্কিম নাগরিকদের বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশ একটি অধিকতর কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। প্রধানমন্ত্রীর ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়িত হবে।