Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান যৌথ বাহিনীর অভিযানে দুদিনে  কেএনএফ সদস্য সন্দেহে ১৮ নারীসহ ৫৪ জন আটক

babul khan
আপডেট : April 8, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ রুমা ও থানচি  উপজেলায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনার পর শুরু হওয়া সমন্বিত অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য ও

সন্দেহভাজন ৪৭ জন কে আটক করে জেলা সদরে  নিয়ে  আসা হয়েছে। সাতটি দেশি বন্দুক,২০ রাউন্ড গুলি, কে এন এফ এর ইউনিফর্ম,ল্যাপটপ,বুট উদ্ধার।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়,আটককৃত  ব্যক্তিরা প্রত্যেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কেএনএফের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রায়হান কাজেমী বলেন,রুমা,রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অভিযান চলমান।অভিযানে রুমার বেথেলপাড়া থেকে দুজন সক্রিয় কেএনএফ সদস্যসহ ৪৯ জনকে, বান্দরবান সদর উপজেলার রেইছা চেকপোস্ট এলাকা থেকে ৩ জন, থানচি থেকে ১ জন, র‌্যাবের হাতে ১ জনসহ দুই দিনে মোট ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংকের রুমা শাখার সহকারী ক্যাশিয়ার লালতন লিয়ান বমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে ব্যাংক ও পুলিশ-আনসারের লুটের ঘটনায় জড়িত থাকার তথ্য পাওয়া গেলে তাঁকে মামলায় আসামি করা হবে।