1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
রুমায় উচ্ছেদের বিরুদ্ধে পাড়াবাসীর মানববন্ধন - paharkantho
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে সাংবাদিকদের সথে এনসিপির নবগঠিত কমিটির মতবিনিময় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

রুমায় উচ্ছেদের বিরুদ্ধে পাড়াবাসীর মানববন্ধন

চনুমং মার্মা
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

রুমা (বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবানোর রুমায় পাড়াবাসীকে  উচ্ছেদের অপচেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন ও উপজেলা প্রশানের কাছে আবেদন জানিয়েছে ভুক্তভোগী পাড়াবাসী। বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নিরীহ পলি পাড়াবাসীর পক্ষ থেকে এ আবেদনটি জানানো হয়। পাড়াবাসীর আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।

পাড়াবাসীরা জানায়, ৩৫৬নং পলি মৌজার অন্তর্গত পলি পাড়ায় বর্তমানে প্রায় ৩০ পরিবারের বসবাস। একই পাড়ায পরিবার নিয়ে থাকেন ৩৫৮নং রুমা মৌজার হেডম্যান বাথোয়াইঅং মারমা। এই বাথোয়াইঅং মার্মা হেডম্যান এবং তার আত্মীয় স্বজনরা পলিপাড়ার নিরীহ সাধারণ লোকজনকে উচ্ছেদের ষড়যন্ত্র করে চলেছেন। পাড়াবাসীকে নিজেদের ঘরবাড়ি তৈরি ও মেরামত করার কাজে বাধা দিয়ে পাড়া ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়। এতে বংশ পরম্পরায় যুগযুগ ধরে বসবাস করা এই পলিপাড়া থেকে উচ্ছেদের আশঙ্কা করছেন পলিপাড়াবাসী। এ অবস্থায় নিরূপায় হয়ে ভূমি দস্যু বাথোয়াইঅং মার্মা কর্তৃক উচ্ছেদ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসনের কাছে আবেদন ও মানববন্ধন করেন তারা।
প্রতিপক্ষগণের নিকট থেকে গ্রামবাসীকে বাঁচানোর আবেদনে বলা হয়, ১নং  প্রতিপক্ষ বাথোয়াইঅং মার্মার ভ্রাতুস্পুত্র জেতীপ্রু মার্মা (এ্যাডমিন ক্যাডার)এর প্রত্যক্ষ ইন্ধনে ও প্রভাবে প্রতিপক্ষগণ পাড়াবাসীকে পাড়া হতে উচ্ছেদ করতে বিভিন্ন ধরণের মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্নভাবে হুমকি প্রদান করছে।
এ গ্রামকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে জীবন জীবিকা, বাসস্থান ও সন্তানের শিক্ষা গ্রহণের উপায় – অবলম্বন। এ পরিস্থিতিতে পলি পাড়াবাসী নিতান্ত নিরুপায় এবং গ্রাম ছাড়া হবার ভয়ে ভীত- সন্ত্রস্ত বলে উল্লেখ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে আবেদন পত্রে উল্লেখ করেন ভূমিদস্যগণ  পলিপাড়া গ্রামের জমিকে নিজেদের দাবী করে গ্রাম উচ্ছেদ ও বেদখলের অপচেষ্টা চালাচ্ছে।

এদিকে পলি পাড়াবাসিন্দা ১২জনের বিরুদ্ধে অবৈধ বসতিস্থাপনকারী হিসেবে এক আইনজীবীর মধ্যমে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ধনঞ্জয় চাকমা।এব্যাপারে জানতে চাইলে লিগ্যাল নোটিশ দেয়ার কথা স্বীকার করে ধনঞ্জয় চাকমা বলেন, বিষয়টি  বড়ভাই ( ভায়রা) বাথোয়াই হেডম্যানের সাথে কথা বললে বিস্তারিত জানা যাবে।

জানতে চাইলে ৩৫৮নং রুমা মৌজা হেডম্যান ও ভূমিদস্যু হিসেবে অভিযুক্ত বাথোয়াইঅং মারমা(৬৭) বলেন, তাঁর প্রয়াত পিতা উছাইজাই মারমার নামে পলি মৌজায় ২৯নং হোল্ডিংয়ে তৃতীয় শ্রেণির জমি আছে। এ হোল্ডিংয়ের মধ্যে- এই পলি পাড়ার অবস্থান। উত্তরাধিকার সূত্রে প্রাপ্য জমিটি বৈধভাবে নিজ নিজ দখলে নিতে অবৈধ দখলদারীদের এই লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। এক্ষেত্রে জোরপূর্বক উচ্ছেদের হুমকির কথা প্রশ্ন-ই আসেনা, বলেন- বাথোয়াইঅং মারমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুল বলেন পাড়া উচ্ছেদ হতে রক্ষার বিষয়ে কোনো আবেদন পত্র পাননি তিনি। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন ইউএনও মাহবুবুল হক।

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a