নাইক্ষ্যংছড়ি উপজেলার কূরিক্ষ্যং-শূকরমারা ঝিরিতে শিকারী আবুল বশর নিহতের ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ১টি হত্যা মামলা করেছে নিহতের পরিবার। রবিবার ৩ এপ্রিল সকালে নিহতের ছেলে আবু বক্কর ছিদ্দিক বাদি হয়ে এ মামলা দায়ের করেন নাইক্ষ্যংছড়ি থানায়।
যার নম্বর-৬/২২বাদী মামলায় উল্লেখ করেন,তার পিতা একজন নিরীহ কৃষক। তারা বসবাস করেন পার্শ্ববতী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দক্ষিণ মৌলভীকাটার পাহাড়পাড়া গ্রামে।
গত ৭ মার্চ সকালে স্থানীয় একদল শিকারী তার পিতা আবুল বশর(৪০)কে শিকারের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ৯ মার্চ(বুধবার)সন্ধ্যায় তাকে মৃত অবস্থায় নিয়ে আনেন শিকারে অংশ নেয়া এ সব লোক। আরো পড়ুন-চকরিয়া ১৫ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারী আটক
নাইক্ষ্যংছড়ি থানাার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন,এ ঘটনাটি ঘটেছে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের শূকরের ঝিরিতে। ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে ৩/৪ জনের নাম অজ্ঞাত নামায় একটি মামলা হয়েছে।
যাদের মধ্যে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম ইমাম হোসেন।সে কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভী কাটার মোঃ শফি প্রকাশ আমিরের ছেলে।
বাকী আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।অপর দিকে নিহতের পরিবার-পরিজন জানান,আবুল বশরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।যারা খুনি তােরা তাদেরকেই আসামী করেছে। তারা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।