নিজস্ব সংবাদদাতাঃবান্দরবানে বিভিন্ন সময়ে আটককৃত ৩ টি মামলায় জব্দকৃত আলামত ধংস করা হয়েছে।আলামত সমূহের মধ্যে ১ টি মামলা নাইক্ষ্যংছড়ি মামলা নাম্বার ৪,পরিমান ৫৫৫০ পিস ইয়াবা,২য় টি নাইক্ষ্যংছড়ি মামলা নাম্বার ১৫,পরিমান ১৭৫০ পিস ইয়াবা,৩য় টি নাইক্ষ্যংছড়ি মামলা নাম্বার ৬,পরিমান ১৯১০ পিস ইয়াবা এই ৩ টি বিভিন্ন মামলায় আটককৃত ইয়াবা,যার পরিমান ৯২১০ পিস।বিভিন্ন মামলার ধংসকৃত ইয়াবার বাজার মূল্য ২৭ লক্ষ ৬৩ হাজার টাকা।
৮ই ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেল ৫ টায় মাননীয় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান এর নির্দেশনা অনুযায়ী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্তরে ,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল হক এর উপস্থিতিতে এ সকল আলামত ধ্বংস করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কোর্ট মালখানার সি.এস.আই মোঃ গিয়াস উদ্দিন হাসান,জি.আর.ও,মোঃ কাউছার,কোর্ট মুন্সি মোঃ আরিফ, সহ সংশ্লিষ্ট কর্মকর্তা।