পাহাড় কন্ঠঃগত ৩০ জানুয়ারি দুর্বৃত্তদের হাতে ভদন্ত বিশুদ্ধানন্দ মহাথেরো হত্যা ও জ্ঞান জ্যোতি ভিক্ষুকে কুপিয়ে জখম করার প্রতিবাদে আজ ৬ ফেব্রুয়ারি ( রবিবার) বান্দরবান মুক্তমঞ্চে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে।স্থানীয় বৌদ্ধ বিহারসমূহের পরিচালনা কমিটি এবং বৌদ্ধ ভিক্ষুদের সংগঠন ও বাংলাদেশ মার্মা স্টুডেন্টস কাউন্সিল সংগঠনের উদ্যোগে এই মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
রাজগুরু বৌদ্ধ বিহার থেকে মৌন মিছিল শুরু হয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্টিত হয়।শত শত বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ নর নারী অংশগ্রহণ করেন। পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ভদন্ত পঞ্ঞা নন্দ মহাথের ভান্তের সভাপতিত্বে।সমাবেশে বক্তব্য রাখেন ভদন্ত তেজপ্রিয় মহাথের ভিক্ষু।অংশৈ মং মার্মা,ভদন্ত কল্যাণ মিত্তা ভিক্ষু, ভদন্ত গুনবর্ধন মহাথের, ভদন্ত নন্দ মালা মহাথের মানব বন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বান্দরবান জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, আরো বক্তব্য রেখেছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী অং চ মং মার্মা প্রমূখ।
বক্তারা বলেন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মীয়গুরুদের উপর হামলা ও হত্যাকাণ্ড হয়েছে কিন্তু একটির ও সুষ্ঠু বিচার না হওয়ার কারনে বারবার হত্যাকান্ড ও হামলার ঘটনা ঘটছে।
প্রধানমন্ত্রী,এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ উর্দ্ধতন প্রশাসনকে উদ্দেশ্য করে বক্তাগণ বলেন, সংখ্যালঘু ধর্মীয় গুরু ও ধর্মীয় প্রতিষ্টানের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়ে বক্তারা ‘আরো বলেন,যারা এইসকল কর্মকাণ্ডে জুড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক এবং নিরীহ বৌদ্ধদের যাতে হয়রানি করা না হয় এজন্য সংশ্লিষ্টদের আন্তরিক দৃষ্টিও কামনা করেন বক্তাগণ।