নিজস্ব প্রতিনিধিঃবান্দরবান জেলার রুমা উপজেলায় সেনাবাহিনীর সাথে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানকে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
৫ই ফেব্রুয়ারী শনিবার দুপুর ৩ টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে জেলা কেন্দ্রীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণন শেষে জেলা প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সহ সভাপতি মওলানা আবুল কালাম আজাদের,সভাপতিত্বেে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,কেন্দ্রীয় কমিটির,চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিকনপরিষদ বান্দরবান জেলার সেক্রেটারী,নাছির উদ্দীনসহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে, কাজী মো: মজিবর রহমান বলেন, ১৯৯৭ সালে পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ফিরে আসেনি। পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন তারা কখনোই চায়নি তারা পাহাড়ে জুমল্যান্ড প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তাই ২ ই ফেব্রুয়ারি রাতে সেনাবাহিনীর রুমা জোনের একটি টহল দলের উপর সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান শাহাদাৎ বরন করেন।