নিজস্ব সংবাদ দাতাঃহাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার।
বঙ্গবন্ধুর এ স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সুস্থ, সবল, সৃজনশীল ও দক্ষ জনবল।জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভিশন-২০২১,৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (SDG-2030) সবার জন্য নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণের প্রতিশ্রুতি রয়েছে।
এরই ধারাবাহিকতায়”সুস্বাস্থ্যের মূলনীতি,নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার সকালে ৫ম বারের মতো “জাতীয় নিরাপদ খাদ্য দিবস”যথাযথভাবে পালিত হচ্ছে।
এ উপলক্ষে জেলা জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,অনুষ্ঠানে জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজির পক্ষে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) জনাব মো: সাইফুল ইসলাম।এসময় বান্দরবান জেলা প্রশাসন ও জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ খাদ্যশস্য উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং সার্বিক খাদ্য নিরাপত্তা অর্জনের দ্বারপ্রান্তে পৌঁছেচে।বাংলাদেশের বার্ষিক মাথাপিছু আয় ক্রমাগত বেড়ে চলেছে এবং ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। সেই সাথে জনগণের নিরাপদ খাদ্যপ্রাপ্তির প্রত্যাশাও বেড়েছে।