নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামায় পৌরসভার কুড়ালিয়া টেক এলাকায় বালুর পিকআপের নিচে পিস্ট হয়ে মোঃ মাসকাত নামে ১২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে লামা পৌরসভার ৫নং ওয়ার্ড কুড়ালিয়া টেক এলাকার মোঃ মঞ্জুর আলম এর ছেলে।
সোমবার (৩১ জানুয়ারী২২ইং) বিকেল সাড়ে ৫টায় কুড়ালিয়া টেক এলাকার সোবাহান ফরেস্টারের বাড়ির সামনে রাস্তায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্বজনরা শিশুটিকে লামা হাসপাতালে নিয়ে যায়। লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ বিবি ফাতেমা বলেন, শিশুটিকে মৃত লামা হাসপাতালে আনা হয়। নিহতের লাশ জোর করে স্বজনরা নিয়ে গেছে৷
ঘাতক বালুর পিকআপটি গাড়ি চাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, স্বজনরা শিশুটির লাশ বাড়িতে নিয়ে গেছে শুনে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
প্রত্যেক্ষদর্শী ও নিহতের চাচা মোঃ ইসমাইল বলেন, বাড়ি পাশে রাস্তার উন্নয়ন কাজ চলছে। শিশুটি রাস্তা পারাপারের সময় বালুবাহী বেপরোয়া পিকআপটি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশুটির মৃত্য হয়। পিকআপের লাইসেন্স নাম্বার অনটেস্ট ১০৮।